ক্রাইস্টচার্চে হতাহতদের জন্য ৬৯ হাজার ডলার দিলেন ‘ডিম বালক'

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় বেফাঁস মন্তব্য করা অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং এর মাথায় ডিম ভেঙে ‘ডিম বালক’ খেতাব পাওয়া ১৭ বছর বয়সি উইল কনোলি ক্রাইস্টচার্চে হামলায় যারা হতাহত হয় তাদের ৬৯ হাজার ডলার দিয়েছেন।

সিনেটরের মাথায় ডিম ভাঙার কারণে কনোলিকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে ধরে নিয়ে তাকে সহায়তা করতে অনলাইনে প্রায় ৬৯ হাজার ডলার জোগাড় করা হয়েছিল।

তাকে কোন আইনি ঝামেলার মধ্যে যেতে না হওয়ায় এই অর্থ তিনি মসজিদে হতাহতদের সহায়তা করতে গঠিত একটি সংস্থাকে দিয়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামে কনোলি লিখেছেন,‘এই অর্থ আমার নয়। এই অর্থ হতাহতদের জন্য। আমি মনেপ্রাণে আশা করছি, এই অর্থ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। ভালোবাসা ছড়াতে থাকুন।'

ডিম ভাঙার কাজটি ঠিক হয়নি বলে পরবর্তীতে স্বীকার করেছিল কানোলি।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: