পৌরসভার ভোটে কংগ্রেসের বিশাল জয়

মাসখানেকের ব্যবধানের ভারতে নির্বাচনের চিত্র উল্টে গেল। লোকসভা নির্বাচনে জেডিএস-কে সঙ্গে নিয়ে কর্নাটকে ভরাডুবি হয়েছিল কংগ্রেসের। কিন্তু এ বার সে রাজ্যের পৌরসভা নির্বাচনে জয়জয়কার রাহুল গান্ধীর দলের।

শনিবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, কর্নাটক জুড়ে ১ হাজার ৩৬১টি আসনের মধ্যে ঘোষিত ১ হাজার ২৬১টির ৫০৯টিই দখল করল কংগ্রেস। অন্য দিকে, বিজেপি জিতেছে ৩৬৬টি আসন। ফলে লোকসভায় নাকচ করে দিলেও  পৌরসভার ভোটে কংগ্রেসের ওপর আস্থা রাখলেন ভোটাররা।

গত ২৯ মে রাজ্যের আটটি মহানগর পৌর পরিষদ, ৩৩টি পৌরসভা এবং ২২টি পঞ্চায়েতে নির্বাচন হয়।

৩১ মে সকাল থেকে ফলাফল ঘোষণার পর দেখা যায় পৌরসভার ভোটে কংগ্রেসেরই জয়জয়কার। অন্য দিকে, লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে ২৫টিতে জিতলেও পৌরসভার ভোটে সেই একচেটিয়া দখল ধরে রাখতে পারেনি বিজেপি।

কর্নাটক রাজ্য কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাও টুইট করে বলেছেন, ‘১ হাজার ২২১ আসনের মধ্যে ৫০৯টি গেছে কংগ্রেসের পক্ষে। ফলে পৌরসভার ভোটে প্রায় ৪২ শতাংশ ভোটই জিতেছে কংগ্রেস। এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে কর্নাটকের মানুষ কংগ্রেসের সঙ্গে রয়েছেন। লোকসভায় এত বড় ব্যবধানে জেতার পর বিজেপি কীভাবে হারল, সেটাই আশ্চর্যের! এ নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।’

 

টাইমস/এসআই

Share this news on: