মালদ্বীপ প্রেসিডেন্টকে মোদির ক্রিকেট ব্যাট উপহার

নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রতিবেশী দেশ মালদ্বীপে প্রথম বিদেশ সফর করেন। সফরে গিয়ে ওই দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে একটি ক্রিকেট ব্যাট উপহার দিয়েছেন।

শনিবার দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের স্বাক্ষর করা ক্রিকেট ব্যাটটি সোলিহর হাতে তুলে দেন তিনি।

ক্রিকেট বিষয়ে মালদ্বীপকে সর্বাত্মক সহায়তারও ঘোষণা দিয়ে মোদি জানান, মালদ্বীপে ক্রিকেটের প্রসার এবং দেশটিতে ক্রিকেটের বিকাশ ঘটিয়ে প্রেসিডেন্ট সোলিহর ইচ্ছা পূর্ণ করতে ভারত সর্বাত্মক সহায়তা করবে।

টুইটবার্তায় মোদি বলেন, “ক্রিকেটের মাধ্যমে সংযুক্ত! আমার বন্ধু, প্রেসিডেন্ট সোলিহ ক্রিকেটের দারুণ ভক্ত, তাই তাকে আমি একটি ক্রিকেট ব্যাট উপহার দিয়েছি, যেটিতে সিডব্লিউসি-২০১৯ এ খেলারত টিম ইন্ডিয়ার স্বাক্ষর রয়েছে।”

এর আগে বৃহস্পতিবার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে জানিয়েছিলেন, ভারত মালদ্বীপের ক্রিকেট খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় মান অর্জনে সহায়তা করছে।

মালদ্বীপের অনুরোধে সাড়া দিয়ে ভারত দ্বীপ রাষ্ট্রটিতে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করে দিবে বলেও জানিয়েছিলেন তিনি।

 

টাইমস/জিএস

Share this news on: