ক্রাইস্টচার্চে হামলাকারীর আদালতে হাসি, ক্ষুব্ধ স্বজনেরা

লাইভ ভিডিও করে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন টেরান্ট নিজেকে নির্দোষ দাবি করেছেন আদালতে।

শুনানির সময় তাকে কয়েকবার আত্মতৃপ্তির হাসি দিতে দেখা গেছে বলে অভিযোগ করেন হতাহতদের স্বজনেরা।

শুক্রবার অকল্যান্ডের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগার থেকে টেরান্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্রাইস্টচার্চের হাইকোর্টে অনুষ্ঠিত শুনানিতে অংশ নেন।

হামলায় নিহত ছেলের ছবি সম্বলিত শার্ট পরে শুনানিতে হাজির হয়েছিলেন জানা এজাত শুনানি শেষে তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আগে আমি ঠিক ও শান্ত ছিলাম। কিন্তু যখন ঐ সন্ত্রাসীকে দেখলাম, সে এমন ভাব দেখাচ্ছিল, যেন সে নিষ্পাপ। এবং সে তৃপ্তির হাসি হাসছিল'

১৫ মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলায় ৫১ জন প্রাণ হারান এবং আহত হন অনেকে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: