উত্তর কোরিয়া-চীন সম্পর্ক বলিষ্ঠ : কেসিএনএ

উত্তর কোরিয়া ও চীনের সম্পকর্কে বলিষ্ঠ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং এর রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। দুই দিনের সফরে বৃহস্পতিবার শি জিনপিং পিয়ংইয়ং পৌঁছেন।

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র খবরে বলা হয়, উত্তর কোরিয় নেতা কিম জং উন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এ সফরকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে অভিহিত করেছেন । এ দুই দেশ তাদের বন্ধুত্বের সস্পর্ককে বলিষ্ঠ ও অপরিবর্তনশীল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরায় গর্ববোধ করে।

খবরে আরও বলা হয়, পিয়ংইয়ং এর রাস্তাঘাট আনন্দ ও মৈত্রিপূর্ণ উচ্ছাসে উদ্বেলিত হয়ে উঠেছে। চীনের নাগরিকগণ সমাজতন্ত্র প্রতিষ্ঠায় উত্তর কোরিয়ার সঙ্গে এক সময় তাদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছে।

পিয়ংইয়ং এর রাষ্ট্রীয় সংবাদপত্র রোডং সিনমুন এর প্রচ্ছদে উত্তর কোরিয় নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল জোকে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছে এমন একটি ছবি দেয়া হয়েছে।

১৪ বছর পর এটাই কোনো চীনা প্রেসিডেন্টের উত্তর কোরিয়া সফর। জাপানে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে শি'র এ সফর হোয়াইট হাউসকে ভাবিয়ে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: