হিজাবের জন্য চাকরি হারাচ্ছেন নোবেলজয়ী মালালা!

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নাগরিক মালালা ইউসুফজাই কানাডার কুইবেকে শিক্ষকতা করছেন। সম্প্রতি দেশটির শিক্ষা দপ্তরের একটি বিতর্কিত আইনের মাধ্যমে কুইবেকে তার পড়ানো নিষিদ্ধ হচ্ছে।

পাশ হওয়া বিতর্কিত আইনে উল্লেখ রয়েছে- কর্মক্ষেত্রে ধর্মীয় চিহ্নযুক্ত কোনো কিছু সঙ্গে রাখা চলবে না। পুলিশ অফিসার, আইনজীবী এবং শিক্ষকদের ক্ষেত্রে আইনটি প্রযোজ্য হবে।

মালালা ইউসুফজাই নিয়মিত হিজাব পরেন, যা ইসলাম ধর্মের অন্যতম একটি চিহ্ন। ফলে নতুন আইন অনুযায়ী, কুইবেকে তার পড়ানো নিষিদ্ধ।

কুইবেকের শিক্ষামন্ত্রী জঁ ফ্রাঁসোয়া রবার্জ বলেন, এই আইনটি ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যই করা হয়েছে।

তিনি আরও বলেন, কুইবেকে মালালা পড়ালে আমরা সম্মানিত হব।

এসবের মাঝে আবার সেই শিক্ষামন্ত্রীর সঙ্গেই মালালার একটি ছবি ভাইরাল হয়েছে। যা বিতর্ক বাড়িয়েছে। জানা গেছে, আইনটি পাশ হওয়ার পর তিনি ফ্রান্স সফরে মালালার সঙ্গে দেখা করেন। সে সময় মালালাও ফ্রান্সেই ছিলেন।

 

টাইমস/জিএস

Share this news on: