যুক্তরাষ্ট্র ইরানে গৃহযুদ্ধ লাগাতে চায়: খামিনেই

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামিনেই এক ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাঝে একটি গৃহযুদ্ধ বাধাতে চায়। এ জন্য সমস্ত ইরানি জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

বুধবার স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

১৯৮০-৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান-ইরাক যুদ্ধ ও ২০১১ সাল থেকে সিরিয়ায় নিহত ইরানি সেনা সদস্যের পরিবারকে উদ্দেশ্য করে তিনি তার ভাষণে বলেন, নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র  ইরানিদের মাঝে বিভাজন তৈরি করে গৃহযুদ্ধ লাগাতে চায় ।

যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে তার দেয়া ভাষণে উল্লেখ করেন তিনি।

ইরানের সঙ্গে বহুদেশীয় পরমানু চুক্তি থেকে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র একতরফা ভাবে নিজেকে প্রত্যাহারের পর থেকেই দুই দেশের মাঝে উত্তেজনা বেড়েই চলছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নানা ইস্যুতে নিষেধাজ্ঞা পূর্ণবহাল করেছে।

 

এইচএন/এইচইউ

Share this news on: