‘ইরানের টেলিফোনের অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগস।

শুক্রবার মরগ্যান ওরট্যাগস গণমাধ্যমকে ট্রাম্পের আগ্রহের কথা জানান। খবর পার্সট্যুডে।

মরগ্যান বলেন, ‘ইরানি কর্মকর্তারা জানেন তাদেরকে কার সঙ্গে যোগাযোগ করতে হবে। ট্রাম্প (ইরানের পক্ষ থেকে) টেলিফোন কলের অপেক্ষায় রয়েছেন।’

এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কয়েকবার ইরানের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছিল।

তবে ট্রাম্পের এই আলোচনার আগ্রহকে ভনিতা বলে নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী সম্প্রতি এক ভাষণে বলেছেন, মার্কিন সরকার ইরানের সামরিক শক্তিতে ভয় পেয়ে তেহরানের সঙ্গে সংঘাতে যাওয়ার পথ পরিহার করেছে। কিন্তু তারা আলোচনার মাধ্যমে ইরানের সামরিক শক্তিকে দুর্বল করতে চায়। তাই তেহরান কখনো আমেরিকার আলোচনার আহ্বানে সাড়া দেবে না।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: