জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়াও

পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার তাঁর ভাষণে বলেছেন, জেরুজালেমের রাজধানী হিসাবে অবস্থান চূড়ান্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার দূতাবাসকে তেল আভিভ থেকে স্থানান্তরিত করে জেরুজালেমে নেয়া হবে।

তিনি আরোও বলেন , ফিলিস্থিনি ও ইসরাইলের আলোচনার মাধ্যমে ভবিষ্যতে জেরুজালেমকেই রাজধানী ঘোষনা করবে। এখনই দূতাবাস স্থানান্তরিত না করলেও জেরুজালেমে একটি প্রতিরক্ষা ও বাণিজ্য অফিস প্রতিষ্ঠা করবে যার কাজ হবে দূতাবাসের সাইট খোঁজা।

এর আগে অক্টোবরে, মরিসন দূতাবাস স্থানান্তর নিয়ে আভাস দিয়েছিলেন।

তার এ সিদ্ধান্তে বিরোধী দল অসিকৃতি জানিয়ে শনিবার সন্ধ্যায়ে এক টুইটে বিবৃতি প্রকাশ করেছেন। তারা বলেন, রাজধানী হিসাবে জেরুজালেমের একতরফা
স্বীকৃতি সমর্থন করে না । জেরুজালেমের বর্তমান অবস্থা দুই রাষ্ট্রের শান্তি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

অপরদিকে গত সপ্তাহ থেকে প্যালেস্টাইনের নেতারা আরব ও অন্যান্য মুসলিম রাজ্যে ব্রিটিশ দূতাবাসকে জেরুজালেম থেকে প্রত্যাহারের জন্য অনুরোধ করছে।

উল্লেখ্য, জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিষ্টানদের পবিত্র ভূমি।

টাইমস/এএস/কেআরএস

Share this news on: