আগুন নেভাতে আমাজনে পানি ঢালছে যুদ্ধ বিমান

পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজনের ভয়াবহ আগুন নেভাতে এবার যুদ্ধ বিমান নামিয়েছে ব্রাজিল। আগুন নিয়ন্ত্রণে যুদ্ধ বিমান থেকে পানি ঢালার কাজ শুরু হয়েছে। এর আগে সেখানে ৪৪ হাজার সেনা মোতায়েন করে ব্রাজিল।

তবে জঙ্গলের আগুন নেভাতে কোনো পদ্ধতিই সেভাবে কাজে আসছে না। ফলে পৃথিবীর ২০ ভাগ অক্সিজেনের যোগানদাতা এ বন একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, আমাজনের রোনদোনিয়া রাজ্য থেকে যুদ্ধ বিমানে করে পানি ঢালা শুরু করেছে ব্রাজিল সরকার। ছোট-বড় মিলিয়ে ৪০ হাজার অগ্নিকাণ্ডের কারণে পৃথিবীর ফুসফুস আজ নিজেই নিশ্চিহ্ন হওয়ার উপক্রম। অথচ এই বনটি ২শ কোটি মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করে প্রতিবছর। গত তিন সপ্তাহে বনটির প্রায় আট হাজার বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। ২০১৩ সালের পর এটাই সর্বোচ্চ।  

বিশাল আমাজনের প্রায় ৫ শতাংশ পড়েছে প্রতিবেশি দেশ বলিভিয়ায়। আগুন নেভাতে তারা বিমান ভাড়া করে পানি দিয়েছে। তবে প্রায় পুরো আমাজন অঞ্চলটি যেই দেশটির মধ্যে সেই ব্রাজিলকে শুরুতে খানিকটা ‍উদাসীনই দেখা যায় এ বিপর্যয় রোধে। সেসময় দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো বলেছিলেন আমাজনের যে বিশাল অঞ্চলজুড়ে ভয়াবহ আগুন লেগেছে তা নিয়ন্ত্রণের ক্ষমতা দেশটির নেই।

তবে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষ ব্রাজিল গেল সপ্তাহে বাহিনী মোতায়েন করে।আগুন নিয়ন্ত্রণে এবার তারা যুদ্ধ বিমান নিয়োগ করলো।

প্রেসিডেন্ট জেইর বলসোনারোর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষের সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাত রাজ্যে সেনা মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ইতোমধ্যে। যেখানে দেখা যাচ্ছে যে, একটি যুদ্ধবিমান থেকে কয়েক হাজার গ্যালন পানি দেয়া হচ্ছে আমাজনে।

সম্প্রতি ফ্রান্সে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আমাজনের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পরেই ব্রাজিলের তরফ থেকে এমন পদক্ষেপ নেয়া হলো।

গত রোববার জি-৭ সম্মেলনে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আমাজনে অগ্নিকাণ্ডের কারণে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে একটি চুক্তির কাছাকাছি রয়েছে জি-৭।

সম্মেলনে বিশ্ব নেতারা অভিযোগ তুলেছে যে, আমাজনের আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল তেমন কিছুই করছে না। এদিকে এক টুইট বার্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো বলেছেন, আমাজনের আগুন নিয়ন্ত্রণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু একটি বিমান এবং বিশেষ সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন। এসময় ইসরায়েলের ওই প্রস্তাব গ্রহণ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

ব্রাজিলের উত্তরাঞ্চলে আমাজনের আগুন নিয়ন্ত্রণের জন্য ৪৪ হাজার সেনা মোতায়েন রয়েছে বলেও জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024