আইসিইউতে প্রসূতি নারীর শ্লীলতাহানি করল ওয়ার্ড বয়

ঘটনা ভারতের তেলেঙ্গানা প্রদেশের রাজধানী হায়দ্রবাদের। সেখানকার একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে থাকা এক নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫০ বছরের ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, ২৬ আগস্ট এ ঘটনা ঘটে। রোগী কিছুটা সুস্থ বোধ করার পর তার বাবা-মাকে সব কথা জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে তারা বানজারা হিলস থানায় অভিযোগ দায়ের করেন। বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের সময় ওই নারীর অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটরে দেয়া হয়েছিল। ভেন্টিলেশনে থাকা অবস্থায় আইসিইউতেই অভিযুক্ত অচ্যুত রাম তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

বানজারা হিলস থানার সার্কেল ইনস্পেক্টর কালিঙ্গা রাও বলেন, '৩০ বছর বয়সী এক নারী সেঞ্চুরি হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি হয়েছিলেন। কিছু জটিলতা তৈরি হওয়ায় তার পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে দেন। ২৬ অগস্ট আইসিইউতে ওই নারীর শ্লীলতাহানি করে অচ্যুত রাম। ভিকটিম নারীর বাবা-মা এই অভিযোগ দায়ের করেছেন।'

পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

 

টাইমস/এসআই

Share this news on: