আফগান সীমান্তে গোলাগুলিতে চার পাক সেনা নিহত

আফগানিস্তান সীমান্তে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় চার পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে এক সেনা।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দুটি গোলাগুলির ঘটনায় এ হতাহতের খবর দিয়েছে বলে শনিবার ডনের অনলাইন প্রতিবেদন জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত লাগোয়া আদিবাসী সংখ্যাগরিষ্ঠ জেলা উত্তর ওয়াজিরিস্তানে ঘটনাটি ঘটেছে। শুক্রবার শেষ রাতে আব্বা খেল নামক এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল দল লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গোলাগুলির ঘটনায় বালতিস্তান জেলার বাসিন্দা ২৩ বছর বয়সী সিপাহী আখতার হুসাইন নিহত হয়।

এ ঘটনায় দুই হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী গণমাধ্যম শাখা।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দির জেলায় অপর গোলাগুলির ঘটনা ঘটে। পাক-আফগান সীমান্তে বেড়া নির্মাণে ব্যস্ত সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আইএসপিআর বলছে, সেই গোলাগুলির ঘটনায় তিন সেনা নিহত ও অন্য এক সেনা আহত হয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ