নেপালে বাস দুর্ঘটনায় ২১ জন নিহত

নেপালের দক্ষিণাঞ্চলে একটি কলেজ বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অনন্ত আরও ১৫ জন।

শুক্রবার কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে তুলসিপুরের নিকট এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

নেপালের একজন পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা কৃষ্ণ সেন ইচ্ছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। তারা পার্শ্ববর্তী দাং জেলা থেকে উদ্ভিদ বিদ্যা বিষয়ে শিক্ষা সফর শেষে ফিরছিলেন। বাসটি কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে তুলসিপুরের নিকটে নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ৭০০ মিটার নিচে পানিতে ডুবে যায়।

প্রেম বাহাদুর শাহী জানান, এখন পর্যন্ত ১৩ জন পুরুষ ও তিনজন নারীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। উদ্ধারকৃত আহত ১৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পাহাড়ি রাস্তায় প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। সম্প্রতি মধ্যাঞ্চলের নুয়াকোটে জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্র্যাক সড়ক থেকে নিচে পড়ে ২০ জনের প্রাণহানি হয়।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: