মাত্র ২৫৯ টাকায় শুরু, বছর ঘুরতেই ঈষিতার পণ্য যায় ইউরোপে!

ঈষিতা আক্তার তানিয়া। এসএসসি পরীক্ষার কয়েকদিন আগে তাকে বিয়ে দিয়ে হয়। সংসার সামলেই পড়াশোনা করতে হয়েছে তাকে। তবুও দমে যাননি ঈশিতা। সফলতার সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন তিনি। জীবনের গল্পেও তিনি সফলতার পথে হাঁটছেন।

শুরুটা হয়েছিল তার মাত্র ২৫৯ টাকা দিয়ে। ২০১৯ সালের মার্চ মাসে তিনি ‘ইসরাফ স্টাইল জোন’ প্রতিষ্ঠানটি শুরু করেন। বছর না ঘুরতেই তার সেই প্রতিষ্ঠানের পণ্য আজ দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ-আমেরিকাতেও রফতানি হচ্ছে।

জানা গেছে, বাগেরহাটের চিতলমারীর মেয়ে ঈষিতা আক্তার তানিয়া ২০০৮ সালে এসএসসি ও ২০১৩ সালে এইচএসসি পাস করেন। পরে প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে ইংরেজিতে অনার্স শেষ করেন। এসএসসির পরিক্ষার ১৮ দিন আগে তার বিয়ে হয়। বছর ঘুরতে না ঘুরতেই তিনি এক কন্যা সন্তানের মা হন তিনি। সংসার সামলিয়ে পড়াশোনা করে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে আজ তিনি একজন সফল উদ্যােক্তা। মেয়ের নাম নাম ইসরাত তাই ওই নামের সঙ্গে মিল রেখেই প্রতিষ্ঠানের নাম দিয়েছেন।

তার প্রতিষ্ঠানে তাঁতের শাড়ী, ঐতিহ্যবাহী খাদি শাড়ী, জুম শাড়ী, হাফসিল্ক, টাঙ্গাইল শাড়ীর বেশ চাহিদা রয়েছে। এছাড়া হাতে বানানো গয়না ও শাড়ীর বেশ কদর রয়েছে। ইতোমধ্যে ইসরাফ স্টাইল জোনের গয়না, শাড়ী দেশের বাইরে লন্ডন, প্যারিস, চায়না, ইউএসএ, অস্ট্রেলিয়াতেও রফতানি করা হচ্ছে।

টাইমস/জেকে

Share this news on: