‘‘এইড টু সিভিল পাওয়ার’ অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী: সিইসি

‘‘এইড টু সিভিল পাওয়ার’-এর আলোকে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী পরিস্থিতি সাপেক্ষে সকল ব্যবস্থা গ্রহন করতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমশিনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সোমবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

প্রধান নির্বাচন কমশিনার বলেন, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে ভোটারদের আস্থা ফিরে আসে। সকল প্রকার হাঙ্গামা-দ্বন্ধ, সহিংসতা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, তর্ক-বিতর্ক পরিহার করে কেবল নির্বাচনী প্রচারণার মাধ্যমে নির্বাচনে নিবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ইভিএম বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে  সিইসি বলেন, যারা ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল তারা এখন এসে দেখুন, জানুন। আশা করি তাদের সন্দেহ ভেঙে যাবে।

২৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কে এখন কিছু বলতে পারব না। এগুলো তো আইনশৃঙ্খলার বিষয়। ডিএমপি এসব ভালো বোঝে। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে আপনাদের জানানো হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: