প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে আবরারের মা-বাবা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাক পেয়েছেন ছাত্রলীগের হাতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা-মা। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা গণভবনে আসেন। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার বিকেল ৫টার কিছু আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া বেগম। এছাড়া সেখানে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজও আছেন।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতারা। 

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, শিবির কর্মী সন্দেহেই আবরারকে পিটিয়ে মারা হয়। 

এদিকে ওই হত্যাকান্ডের ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকান্ড বিষয়ে বলেন, ছাত্রলীগ কিংবা যারাই হোক হত্যাকান্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। 

 

টাইমস/এমএস  

Share this news on: