ফুটফুটে শিশুটিকে ফেলে পালিয়ে গেছে মা

পঞ্চগড় শহরের কামাতপাড়া মহল্লার অশোকচন্দ্র মোদকের বাড়ির সামনে থেকে প্রায় এক মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শিশুটিকে তারা উদ্ধার করেন। তাকে পঞ্চগড় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

হাসপাতালে নেয়ার পর থেকে শিশুটিকে দত্তক নেয়ার জন্য ভীড় জমে। এ সময় শিশুটিকে এক পলক দেখার জন্য অনেক লোকজন ছুটে আসে। অনেকেই শিশুটিকে দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।

কামাতপাড়া মহল্লার পেয়ারা মজুমদার বলেন, ‘প্রায় দুই বছর ধরে এক নারী তার স্বামীকে নিয়ে এ এলাকায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই নারী তার এক মাস বয়সী মেয়েকে আমাদের কাছে দিতে চেয়েছিলেন। আমরা না নেয়ায় তিনি ফিরে যান। পরে শুনি পাশের বাড়ির সামনে একই বয়সের একটি শিশু পাওয়া গেছে। আমার মনে হয়েছে এই শিশুটি ওই নারীর।’

ঘটনার পর থেকে ওই নারীর পরিবারের কাউকে তার বাসায় বা এলাকায় পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের কোলে শিশুটি

হাসপাতালের চিকিৎক মঈন খন্দকার বলেন, ‘শিশুটির শারীরিক কোনো সমস্যা নেই। সে সুস্থ আছে। তবে তার জন্য সবচেয়ে জরুরি হলো মায়ের দুধ।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নিয়েছেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘কোনো কারণে কোনো শিশুকে এভাবে রেখে যাওয়া খুবই দুঃজনক। আমরা শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করছি।’

 

টাইমস/এসআই

Share this news on: