নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকালে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের প্রচার ও সভা-সমাবেশ শেষ হচ্ছে শুক্রবার সকালে। শুক্রবার সকাল ৮টার পর থেকে কোনো প্রার্থী কিংবা রাজনৈতিক দল প্রচার কার্যক্রম চালাতে পারবেন না।

নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচার বন্ধ থাকার বিধান রয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে টানা ভোটগ্রহণ চলবে। গাইবান্ধা-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোটগ্রহণ পিছিয়ে গেছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৮০০-এর বেশি প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী প্রায় এক হাজার ৭৫০ জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী। সারাদেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার।

৩০ ডিসেম্বর দিনব্যাপী ভোটগ্রহণের পরই ফল প্রকাশ করা হবে। এদিন ভোট দেয়ার সুবিধার্থে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: