কেন ২৯৯ আসনে ভোট হচ্ছে!

সারাদেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারাদেশে মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। স্থগিত হওয়া আসনটি হচ্ছে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর)।

জানা গেছে, গাইবান্ধা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী। রিটানিং কর্মকর্তাও তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রামণ ও উচ্চ রক্তচাপসহ আরও বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। ১৯ ডিসেম্বর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইউনাইটেড হাসপাতালে মারা যান ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বী।

পরে ২০ ডিসেম্বর এই আসনে নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের নতুন তারিখ হিসেবে ২৭ জানুয়ারি ঘোষণা করা হয়। এ আসনে নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২ জানুয়ারি।

নির্বাচন কমিশন ঘোষণা করে, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত ৩০০ আসনের বদলে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: