হাতিরঝিলে ‘হিউম্যান ডগ’: মুচলেকা রাখলো পুলিশ

সম্প্রতি রাজধানীর হাতিরঝিলের একজন পুরুষের গলায় দড়ি বেঁধে এক নারীর টেনে নেওয়ার স্ট্রিট আর্ট প্রদর্শনীর জন্য দুই শিল্পীকে ডেকে নিয়ে মুচলেকা রেখেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও অফিস জানিয়েছে, এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন সেঁজুতি ও টুটুল। পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তারা মৌখিক ও লিখিতভাবে জানিয়েছেন।

গত ২৫ ডিসেম্বর বিকালে হাতিরঝিলে একজন পুরুষের গলায় দড়ি বেঁধে এক নারীর টেনে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, ‘হিউম্যান ডগ’ সেজে হাতিরঝিলের রাস্তায় হাঁটছেন এক ব্যক্তি। আর এক নারী তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন।

জানা গেছে, ওই নারীর নাম সেঁজুতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং ও ড্রয়িংয়ের শিক্ষার্থী। তার সঙ্গে থাকা পুরুষ ব্যক্তির নাম টুটুল চৌধুরী।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে রোববার দুই শিল্পী টুটুল চৌধুরী এবং আফসানা হাসান সেঁজুতিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের কার্যালয়ে তলব করা হয়।

পরে সোমবার সকালে তেজগাঁও বিভাগের অফিসিয়াল ফেইসবুক পেইজে (DC Tejgaon – DMP) বলা হয়, অনেকেই বিষয়টি নিয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দৃষ্টি আকর্ষণ করলে দুই শিল্পীকে ডাকা হয়েছিল। তলবে সাড়া দিয়ে শিল্পী টুটুল চৌধুরী ও আফসানা হাসান সেঁজুতি রোববার সন্ধ্যায় উপ-কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে জানান, তারা যেটি করেছেন, সেটি এক ধরনের স্ট্রিট আর্ট পারফরমেন্স, যা ১৯৬৮ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় ভেল্যি এক্সপোর্ট ও পিটার ওয়েভেলের ‘From the Portfolio of Doggedness’ প্রদর্শনীর পুনরাবৃত্তি।

তারা জানান, তাদের প্রদর্শনীর পুনরাবৃত্তির মূল প্রতিপাদ্য ছিল, ‘কালের যাত্রায় মানুষ অগ্রসর হচ্ছে। সে অগ্রযাত্রার ঊর্ধ্বমুখী চলন হিসেবে একজন শিল্পী সামাজিক উপাদান মানুষ ও সভ্যতার ধ্রুবক। অন্যজন আতংকিত, অনুসরণরত এবং শীতের প্রকটতায় নিজেকে মানিয়ে নিয়ে যাচ্ছে।

পুলিশ বলছে, অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে এরকম প্রদর্শনী করায় দুই শিল্পী দুঃখপ্রকাশ করে এ ধরনের ঘটনা আর ঘটাবেন না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন।

পুলিশের ফেইসবুক পেইজে বলা হয়, টুটুল-সেঁজুতির পারফরমেন্স এক ঘণ্টা করার কথা থাকলেও অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে বাঁধা দিলে ১০-১৫ মিনিটের মধ্যে তারা চলে যান।

পুলিশ কর্মকর্তা বিপ্লব বিজয় তালুকদার জানান, হাতিরঝিলের মতো জনাকীর্ণ উন্মুক্ত স্থানে প্রকাশ্যে দিনের বেলায় পুলিশ এবং হাতিরঝিল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের প্রদর্শনীর কারণ জানতে চাইলে দুই শিল্পী এ জন্য দুঃখপ্রকাশ করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024
img
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম Apr 19, 2024
img
‘যারা নুন-ভাতের চিন্তা করতে পারত না তারা মাছ-মাংসের চিন্তা করে’ Apr 19, 2024
img
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম Apr 19, 2024
img
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস Apr 19, 2024
img
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য Apr 19, 2024
img
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র Apr 19, 2024