ফতুল্লায় ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুর রহিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার সকালে নিহত যুবকের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসিফ নামে এক আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত আব্দুর রহিম মাসদাইর গুদারাঘাট এলাকার বাসিন্দা ইমান আলীর ছেলে। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো।

মামলার অভিযোগে বলা হয়েছে, একই এলাকার আসিফের কাছে আব্দুর রহিম ২০ হাজার টাকা পেতেন। শুক্রবার রাতে আব্দুর রহিম তার পাওনা ২০ হাজার টাকা আসিফের কাছে চাওয়ায় তাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আসিফ ও তার মাসহ অজ্ঞাত দুই-তিনজন মিলে আব্দুর রহিমকে কুপিয়ে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত আব্দুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার পরিদর্শক (ইন্সপেক্টর) আজগর জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: