আমেরিকার চেয়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম:পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার চেয়ে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কম হচ্ছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার সিলেট জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনেক কম।

আব্দুল মোমেন বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক সংবাদমাধ্যম অতিরঞ্জিত ও অসত্য তথ্য প্রচার করে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এধরণের নেতিবাচক প্রচারণা তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক।

কর্মশালায় বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজ মজুমদার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি ও জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: