আগুনে ভস্মিভুত চলন্তিকায় বই পেন্সিলের খোঁজে শিশুরা

আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে মাথা গোঁজার ঠাঁই। রাত কাটবে কোথায়, কোন ছাদের নিচে, তা এখনো অজানা চলন্তিকাবাসীর। কিন্তু ধ্বংসস্তুপের মাঝেই স্বপ্ন খুঁজে ফিরছে চলন্তিকার একঝাঁক শিশু।

আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া ধ্বংসস্তুপের মাঝে চাতকি শিশুদের নজর আঁধপোড়া বই ও পেন্সিল উদ্ধারে। মাথা গোঁজার ঠাঁই হারালেও তারা হারাতে চায় না শিক্ষার সুযোগ। রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুনে ভস্মিভুত হওয়ার পর শুক্রবার শিশুদের এমন তৎপরতা দেখা গেছে।

ভুক্তভোগীরা জানায়, ছয় মাস যেতে না যেতেই শুক্রবার ভোরে আবারো চলন্তিকা বস্তিতে আগুন লাগলো। এতে বস্তির দেড়শতাধিক ঘরে বসবাসকারীদের উচ্ছেদ করতেই পরিকল্পিত ভাবে বার বার বস্তিতে আগুন লাগানো হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে।

তবে এব্যাপারে স্থানীয় ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, বস্তিবাসীদের অসচেতনতার কারণেই বারবার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ আগস্ট চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই রাতে প্রায় ৩ হাজার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on: