গাজীপুরে চলন্ত ট্রেনের দরজায় উঁকি দিয়ে খুঁটিতে ঝুলে গেল যুবক

চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিতে গিয়ে সিগন্যাল খুঁটির রডে বিঁধে এ যুবকের মৃত্যু হয়েছে। তার নাম নূর আমিন (২৫)।

রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর আমিন জামালপুর জেলার ইসলামপুর থানার কড়ইতলা এলাকার একাব্বর মিয়ার ছেলে। সে বরিশাল জেলায় দিনমজুরের কাজ করতো।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মান্নান বলেন, নূর বরিশাল থেকে ঢাকা আসেন। পরে রোববার সকালে ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে করে বাড়ি যাচ্ছিলেন। তিনি ট্রেনের দরজায় ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে ট্রেন ধীরাশ্রম স্টেশনে পৌঁছালে নূর দরজার হাতল ধরে বাইরের দিকে উঁকি দেন। এ সময় হোম সিগন্যালের একটি খুঁটির সঙ্গে থাকা রড নূরের বুকে গেঁথে যায় এবং তিনি সেখানে ঝুলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মান্নান বলেন, খবর পেয়ে মৃতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

টাইমস/এইচইউ

Share this news on: