বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

বগুড়া সদর উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম মনির চন্দ্র সরকার (১০)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া-নামুজা সড়কের উপজেলার চৌমহুনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির বগুড়া সদরের নামুজা নাথপাড়ার ট্রাকচালক নিত্য চন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় মনিরের মামা পলাশ চন্দ্র সরকার (২১) আহত হয়েছেন। আহত পলাশ সরকার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ সরকার তার ভাগিনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চৌমহুনী বাজারে সড়ক পারাপার হচ্ছিলো। এ সময় দ্রুতগামী বালুবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনির মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এসআই রেজাউল বলেন, ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও চালক শিপন ও হেলপার পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

টাইমস/এইচইউ

Share this news on: