চট্টগ্রামে অটোরিকশা থেকে ছুড়ে ফেলা হল সাত মাসের শিশুকে

চট্টগ্রাম নগরীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে একটি কবরস্থানের পাশে আনুমানিক সাত মাস বয়সী এক শিশুকে ছুড়ে ফেলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার দুপুরে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় একটি কবরস্থানের কাছ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, দুপুরে চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন থানার এএসআই হিরণ মিয়া। স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকার সময় তিনি দেখেন কবরস্থানের পাশে একটি অটোরিকশা থেকে কিছু ফেলে দেওয়া হয়। দ্রুত তিনি সেখানে গিয়ে কাঁথা মোড়ানো শিশুটিকে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।

ওসি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি অপুষ্টি এবং পানিশূন্যতায় ভুগছে। চিকিৎসা শুরুর পর থেকে তার অবস্থা উন্নতির দিকে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: