দক্ষিণ এশিয়ায় বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশ

এবার দক্ষিণ এশিয়ায় বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল দেশের শীর্ষস্থান দখল করলো বাংলাদেশ। তবে বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ হয়েছে সুইজারল্যান্ড। সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম ব্যয়ে বসবাস উপযোগী দেশ পাকিস্তান। এরই পরই রয়েছে আফগানিস্তান ও ভারত।

ম্যাগাজিনটির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ব্যয়বহুল দেশের মধ্যে ৯টি ইউরোপের, ৫টি এশিয়ার, উত্তর আমেরিকার ও আফ্রিকার একটি, ক্যারিবিয়ান দুটি এবং ওশেনিয়া অঞ্চলের ২টি দেশ রয়েছে।

তবে সুইজারল্যান্ডের পর বিশ্বের ব্যয়বহুল দেশের তালিকায় যথাক্রমে রয়েছে- নরওয়ে, আইসল্যান্ড, জাপান, ডেনমার্ক, বাহামাস, লুক্সেমবার্গ, ইসরায়েল, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া।

সিইও ওয়ার্ল্ড জানিয়েছে, পাঁচটি মানদণ্ড বিবেচনা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। মানদণ্ডগুলো হল- জীবন যাত্রার ব্যয়, বাসা ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, খাবারের দাম ও নাগরিকদের ক্রয় ক্ষমতা।

 

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: