নৌকাডুবির চারদিন পর রাঙ্গুনিয়ায় নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে নৌকাডুবির ঘটনার চারদিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদী থেকে নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সরফভাটা এলাকায় কর্ণফুলী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার রাজিব মজুমদারের স্ত্রী টুম্পা মজুমদার (৩০) এবং তার ছেলে বিজয় মজুমদার (৫)।

ওসি সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদী থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

এর আগে ১৪ ফেব্রুয়ারি রাঙামাটির কাপ্তাই উপজেলার কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি তীর্থযাত্রী দলের ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এতে চট্টগ্রামের হাজারিগলি এলাকার রতন দের মেয়ে দেবলিনা দের (১০) লাশ সেদিনই নদী থেকে উদ্ধার করা হয়। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে টুম্পা ও তার ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। চার দিন পর ২৭ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে তাদের লাশ ভেসে এলো।

 

টাইমস/এইচইউ

Share this news on: