বাগমারায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: এনজিও কর্মী আটক

রাজশাহীর বাগমারায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক এনজিও কর্মীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার দুপুরে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক এনজিও কর্মীর নাম পারভেজ আহম্মেদ (৪৫)। সে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নামে একটি এনজিওর মাঠকর্মী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরআএফ এনজিও’র মাঠকর্মী পারভেজ আহম্মেদ বুধবার দুপুরে বেড়াবাড়ি গ্রামে কিস্তির টাকা আদায় করতে যায়। সবাই কিস্তি টাকার দিয়ে গেলেও প্রবাসীর স্ত্রী টাকা দিতে কেন্দ্রে আসেননি। পরে পারভেজ আহম্মেদ ওই প্রবাসীর বাড়ি গিয়ে প্রবাসীর স্ত্রীর কাছে কিস্তির টাকা চান। ওই সময় বসতে বললে সুযোগ বুঝে পারভেজ আহম্মেদ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় প্রবাসীর স্ত্রী কৌশলে বাড়ির বাহিরে এসে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন এসে পারভেজ আহম্মেদকে ধরে গনধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক এনজিও কর্মী পারভেজ আহম্মেদকে উদ্ধার করে বাগমারা থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ এনজিও কর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: