খুলনায় পানি সরবরাহের কলস ও ট্রলি পেলেন ১৫ নারী

অসহায় ১৫ নারীর মধ্যে পানি সরবরাহের কলস ও ট্রলি বিতরণ করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। প্রতি নারীর হাতে এসময় একটি ট্রলি ও ছয়টি কলস তুলে দেওয়া হয়। এসব নারী খুলনা মহানগরের বাসাবাড়ি, অফিস ও দোকানে টিউবওয়েলের পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন।

বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নারীদের হাতে ট্রলি ও কলস তুলে দেন তিনি। 

এসময় মেয়র বলেন, সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ এর মতো অসংখ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। একইসঙ্গে কর্মক্ষমদের কাজের সুযোগ সৃষ্টি করতেও নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: