ইন্টারন্যাশনাল লিজিং এর ১৫৯৬ কোটি টাকার হদিস নেই

ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) কয়েকজন ১ হাজার ৫৯৬ কোটি টাকা তুলে নিয়েছেন। তুলে নেয়া বিপুল পরিমাণ এই অর্থের কোনো হদিস আর মিলছেনা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে এ তথ্য জানিয়েছেন।

আদালতের নির্দেশনা পেয়ে বাংলাদেশ ব্যাংকের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের দুরাবস্থা নিয়ে অভিমত দিতে এসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চে এসব তথ্য দেন ইব্রাহিম খালেদ।

এসময় আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

জানা যায়, ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের দুরাবস্থা এবং এসব সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ ও অবস্থান জানানোর জন্য নির্দেশনা দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের নিচে নন এমন একজন কর্মকর্তাকে এ ব্যাপারে মতামত দেয়ার জন্য নির্দেশ দেন আদালত।

সে আলোকে মঙ্গলবার খোন্দকার ইব্রাহিম খালেদ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম আদালতে তাদের মতামত প্রদান করেন।

এসময় ইব্রাহিম খালেদ বলেন, আমানতকারীরা টাকা পাবেন, তবে তাদের টাকা দেয়া সম্ভব হচ্ছে না। পিপলস লিজিংকে অবসায়ন করা হয়েছে। এখন যদি ইন্টারন্যাশনাল লিজিংকেও অবসায়ন করা হয় তাহলে এই সেক্টরে বিরূপ প্রভাব পড়বে। বর্তমান অবস্থা থেকে ইন্টারন্যাশনাল লিজিংকে বাঁচিয়ে রাখা যাবে কিনা তা এখন বলা সম্ভব নয়।

পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম আদালতে বলেন, ইন্টারন্যাশনাল লিজিংয়ের অনিয়মের বিষয় যখন জানতে পেরেছি তখনই দুদক ও গোয়েন্দা সংস্থাকে ব্যবস্থা নিতে বলেছি। আর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এ বিষয়ে একটা প্রতিবেদন দিয়েছে। কিন্তু সম্পূর্ণ প্রতিবেদন এখনো পায়নি। হাইকোর্টের নির্দেশে এ ব্যাপারে ইব্রাহিম খালেদকে চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। তাকে সুযোগ দেয়া হলে তিনি ইন্টারন্যাশনাল লিজিংকে পুনর্গঠন করতে পারবেন।

পরে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানিকে অবসায়ন করা হবে কিনা সে বিষয়ে আদেশের জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড পরিচালনার জন্য চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দেন আদালত।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জিম্মি জাহাজের নাবিকদের জন্য ছাগল-দুম্বা আনছে জলদস্যুরা Mar 29, 2024
img
ঈদে বাড়তি ভাড়া নিলে ৯৯৯-এর সহায়তা নিন: আইজিপি Mar 29, 2024
img
ওপারের গোলাগুলি-বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন Mar 29, 2024
img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024