নির্বাচনী আয়োজনে জাতিসংঘের দৃষ্টি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হয় সেদিকে লক্ষ্য রাখছে জাতিসংঘ।

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক জানান, বাংলাদেশের মাঠ পর্যায়ে চলমান ঘটনাবলী সম্পর্কে আমরা নজর রাখছি। আমরা চাই বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন হোক। সেজন্য নির্বাচনের আয়োজনের দিকে দৃষ্টি রাখছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর ও প্রত্যাহার ২৯ নভেম্বর। তার ২৪ দিন পর ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

৩০০টি আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার।

Share this news on: