গৌরনদীতে অগ্নিকাণ্ডে ৩৯ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি  

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ৩৯টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম জানান, ভোরে খবর পেয়ে গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল সদর ও মাদারীপুরসহ ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আগুনে পুড়ে যায় ৩৯টি ছোট-বড় দোকান।

তিনি বলেন, প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে মেসার্স সোহেল ট্রেডার্স, শহিদুল স্টোর, সরদার ইলেকট্রিক, স্বাধীন স্টোর, হাবিব স্টোর, জাহিদ স্টোর, জালাল স্টোর, আরিফ স্টোর, সারদিয়া টেলিকম, কমলেশ স্টুডিও, জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার, জাকির ডিজিটাল প্রেসের শো-রুম, ফিরোজ মেকার, মনো হেয়ার কার্টিং, বি আলম স্টোর, নান্নু হোটেল, গৌরনদী অটোটেম্পু-মাহিদ্রা শ্রমিক কার্যালয়, নিজামের চায়ের দোকান, আকিব ইলেকট্রিক, মনির মেকার, আমার ফোন কম্পিউটার ট্রেনিং সেন্টার, মাষ্টার ইলেকট্রিক, ফরিদ মিয়ার গোডাউনসহ ৩৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে প্রায় কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) অজিয়র রহমান। এ সময় তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় প্রশাসনকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ নির্দেশ দিয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: