কুমিল্লায় ১৪০০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম ইব্রাহিম। সোমবার উপজেলার পাঁচথুবী ইউনিয়নের জালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের বাসিন্দা।

সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল সংখ্যক ফেনসিডিল দেশে আসছে। এমন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এসময় সীমান্ত থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা পাঁচথুবী ইউনিয়নের জালুয়াপাড়া তিন রাস্তার মোড় হয়ে শহরে যাওয়ার পথে গতিরোধ করে ডিবি। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় সিএনজির চালক ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: