জামিন পেলেন জি কে শামীম : জানে না রাষ্ট্রপক্ষ

ক্যাসিনো কান্ডে গ্রেপ্তার আলোচিত ঠিকাদার ও বহিস্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীম জামিন পেয়েছেন। অত্যন্ত গোপনীয়তায় অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জি কে শামীমের জামিনের ব্যাপারে রাষ্ট্রপক্ষ কিছুই জানেন না।

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান শামীম। এরপর ১২ ফেব্রুয়ারি ওই জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয়।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ ব্যাপারে নথিপত্র দেখে পদক্ষেপ নেয়া হবে।

এঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান জানান, এই জামিনের বিষয়ে তাদের কিছু জানা নেই। কিভাবে, কোন প্রক্রিয়ায় জি কে শামীম জামিন পেয়েছেন তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের বাসা থেকে যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করে আইনশৃংখলাবাহিনী। এরপর নিকেতনে জি কে বিল্ডার্স অফিসে অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার এফডিআর ও নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করে র‌্যাব। এছাড়া তার জিম্মা থেকে অবৈধ অস্ত্র ও বিদেশী মত জব্দ করা হয়। এসব ঘটনায় তার নামে তিনটি মামলা হয়।

 

টাইমস/এসএন

Share this news on: