করোনা: দেশে দুই চিকিৎসকসহ নতুন আরও চারজন আক্রান্ত

বাংলাদেশে দুজন চিকিৎসকসহ নতুন করে আরও চারজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এক অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা জানান, সবশেষ শনাক্ত হওয়া করোনায় আক্রান্ত চার ব্যক্তির মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। তাদের মধ্যে দুজন ঢাকার, দুজন ঢাকার বাইরের। চারজনের মধ্যে দুজন চিকিৎসক।

তিনি জানান, চার ব্যক্তির মধ্যে তিনজন আগে শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন। আরেকজন কীভাবে আক্রান্ত হলেন, তা এখনো জানা যায়নি।

মীরজাদী সেব্রিনা বলেন, নতুন ও পুরোনো-সব আক্রান্ত ব্যক্তির অবস্থা স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে কোনো জটিলতা নেই।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এরমধ্যে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ২৬ জনের। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৬ জনের।

দেশে করোনায় আক্রান্ত মোট ৪৪, সুস্থ ১১

 

টাইমস/এইচইউ

Share this news on: