করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার হবে দেশের সব স্টেডিয়াম

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের সব স্টেডিয়াম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া ইনডোর স্টেডিয়ামগুলো করোনা আক্রান্ত বিশেষ রোগীদের চিকিৎসার জন্য দেয়া হবে বলেও জানান তিনি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়ামগুলো স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করোনা রোগীদের চিকিৎসার কাজে ব্যবহারের সুযোগ দেয়া হবে। এরই মধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত আইনশৃংখলাবাহিনীর সদস্যদের আবাসনের জন্য দেশের বিভিন্ন স্টেডিয়াম ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবেলায় সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানী ও সরকারের গৃহীত সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশে করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করেনি। তবে এই পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্ট হলে চলবে না। সার্বিক প্রস্তুতি অব্যাহত রাখতে হবে।

বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়সহ দেশে মোট ৮০টি বড় ও ১২৫টি মিনি স্টেডিয়াম রয়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য এই স্টেডিয়ামগুলো ব্যবহার করা যাবে।

তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আতঙ্কিত হবার কিছু নেই। জনসমাগম এড়িয়ে চলুন। ঘরে অবস্থান করুন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: