বাড়ির মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

করোনাভাইরাসের কারণে শ্রমিকদের বাড়িভাড়া বিবেচনা করার জন্য বাড়ির মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার মন্ত্রী এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনেরা কিছুটা স্বস্তিতে এই সংকট উত্তরণে সক্ষম হবেন। কারণ এই শ্রমিকরা দেশের রপ্তানি খাতে সবচেয়ে বেশি অবদান রাখে। এছাড়া ভবিষ্যতেও শ্রমিকরা তাদের অবদান অব্যাহত রাখবেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসজনিত সঙ্কটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত হুমকির সম্মুখীন। এসব শিল্পের শ্রমিকরা এখন সমস্যায় পড়েছেন। এ অবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে সহানুভূতির সঙ্গে বাড়ি ভাড়া বিবেচনা করার আহ্বান জানাই। আমি আশা করব, বাড়ির মালিকরা বিষয়টি বিবেচনা করবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: