তিন হাজার হাজতি বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য মতে, এপ্রিল মাসেই পৃথিবীতে ভয়াবহ রূপ নেবে মহামারী এ ভাইরাস। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে মারা গেছে ৬ জন।

এমন পরিস্থিতিতে সরকার করোনার সংক্রমণ রোধে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এসব পদক্ষেপের অংশ হিসেবে সরকার এবার তিন হাজার হাজতি বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিচারাধীন বিভিন্ন মামলায় আটক এসব বন্দিদের মুক্তির ব্যাপারে সরকারের আলাপ আলোচনা অনেক দূর গড়িয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, হাজতি বন্দিদের মুক্তি দিতে কারা কর্তৃপক্ষ এরই মধ্যে হাজতিদের একটা তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

মাহবুবুল ইসলাম বলেন, করোনাভাইরাসের উদ্বেগজনক এ পরিস্থিতিতে কারাগারকে নিরাপদ রাখতেই হাজতিদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আবরার হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাজতি বন্দিদের মুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। জামিনযোগ্য ও তুলনামুলক ছোটখাটো অপরাধে যারা কারাগারে আছেন, তাদের মুক্তি দেয়ার ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

কারা অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আমাদের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র আদালতে পাঠানো হবে। কারণ বন্দিদের মুক্তির বিষয়টি সম্পুর্ণভাবেই বিচারকদের এখতিয়ারাধীন। আর এ ব্যাপারে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: