এপ্রিলে ৪০ তম বিসিএস প্রিলি পরীক্ষা

৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

পিএসসি মোহাম্মদ সাদিক জানান, এ বছরের এপ্রিল মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায়, তার জন্য আমরা কাজ করছি।

৪০ তম বিসিএসে সর্বোচ্চসংখ্যক প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন। এতে বিসিএসে মোট ১ হাজার ৯০৩ টি পদের বিপরীতে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী।

এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: