বরিশালে মৃত ব্যক্তিসহ ছয়জনের পরীক্ষায় করোনা ধরা পড়েনি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া একজনসহ ছয়জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।

শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছে।

হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, করোনা ইউনিটে ভর্তি পাঁচজনের নমুনা সংগ্রহ করে গত ২৮ মার্চ ঢাকায় আইইডিসিআরের পাঠানো হয়েছিল। এছাড়া করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পটুয়াখালীর জাকির হোসেনেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। জাকির হোসেনের করোনা সংক্রান্ত সব উপসর্গই ছিল। পরীক্ষার পর তাদের রিপোর্ট শনিবার সকালে হাসপাতালে এসে পৌঁছে। তবে পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি। সবার রিপোর্ট নেগিটিভ এসেছে।

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ ব্যক্তি করোনায় আক্রান্ত নয়। পরীক্ষার রিপোর্ট পেয়ে তা নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: