শার্শায় ভারত ফেরত পাঁচ বাংলাদেশি আইসোলেশনে

ভারত থেকে ফেরা ৫ বাংলাদেশিকে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশন রাখা হয়েছে।

শনিবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে আসেন বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে ভারত থেকে ৩৫ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করেন। এ সময় তাদের মধ্যে পাঁচ জন যাত্রীর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়ায় তাদের বাসায় না পাঠিয়ে, শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশনে রাখা হয়।

ভারত থেকে ফেরা ৫ যাত্রীর বিষয়ে পরিস্থিতি বুঝে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ইউসুফ আলী।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: