করোনার উপসর্গ নিয়ে কুমিল্লায় একজনের মৃত্যু, সাত বাড়ি লকডাউন

জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার ভোরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের বাড়িতে ওই ব্যক্তি মারা যান বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

তিনি বলেন, দুপুরে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার পরই জানা যাবে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না। তবে তার আশেপাশের লোকজনের মধ্যে সচেতনতা বাড়ানো হয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, ওই ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের উপসর্গ ছিল। ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত তার পরিবারসহ সাতটি পরিবারের সদস্যদের লকডাউনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: