জ্বর-শ্বাসকষ্টে রাজশাহী মেডিকেলের আইসোলেশনে কৃষকের মৃত্যু

জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে ৫৮ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামে।

পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস খান বলেন, গত তিনদিন ধরে এই ব্যক্তি অসুস্থ ছিলেন। জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছাড়াও তার পাতলা পায়খানাও ছিল। বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ১০টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বলেন, করোনাভাইরাসের কিছু উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। তবে সম্প্রতি সময়ে তার অন্য জেলায় যাওয়া বা বিদেশ ফেরত কারও সংস্পর্শে যাওয়ার কোনো ইতিহাস পাওয়া যায়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on: