ফের বিক্ষোভে পোষাক শ্রমিকরা

সরকারের পক্ষ থেকে মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন দৃশ্যমান নয় এমন অভিযোগ করে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে পোষাক শ্রমিকরা।

শনিবার রাজধানীর ভাষানটেক, শেওড়াপাড়াসহ বিভিন্ন রাস্তা আটকিয়ে তারা বিক্ষোভ করছে।

ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহম্মেদ জানান, তামান্না গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তাদের বোঝানোর চেষ্ঠা চলছে।

অপরদিকে নগরীর শেওরাপাড়ায়ও রাস্তা আটকিয়ে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, গার্মেন্টস শ্রমিকরা শেওরাপাড়ার রোকেয়া সরণিতে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের শান্ত করার চেষ্ঠা করছি। আশা করি তারা রাস্তা ছেড়ে দিবে।

প্রাপ্য বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে নেমে আসার পর নতুন সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে মজুরি কাঠামো পুনর্মূল্যায়নে একটি কমিটি গঠন করেছে। কমিটি বৃহস্পতিবার প্রথম সভাও করেছে।

পোশাক শ্রমিকদের জন্য গত বছর ঘোষিত নতুন মজুরি কাঠামোর সাতটি গ্রেডের মধ্যে যে তিনটি গ্রেড নিয়ে আপত্তি এসেছে, সেগুলো পর্যালোচনা করে সমন্বয়ের আশ্বাস দিয়েছেন কমিটির প্রধান শ্রম সচিব আফরোজা খান।

শ্রমিকদের শান্ত হওয়ার আহবান জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, কোনো শ্রমিকের বেতনই কমবে না।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: