ট্রেনের সব টিকিট বিক্রি হবে অনলাইনে

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের সব টিকিট অনলাইন বিক্রি করা হবে। কাউন্টার থেকে ট্রেনের কোন টিকিট বিক্রি হবে না। ট্রেনের টিকিট এর ভাড়া বাড়ানো হবে না।

রেল ভবনের সম্মেলন কক্ষে শনিবার এসব কথা জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, প্রথম ধাপে ৩১ মে ৮ জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাবে। একই সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ঢাকায় আসবে। দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে।

তিনি আরও বলেন, এসব ট্রেনে অর্ধেক টিকিট বিক্রি করা হবে। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক টিকিট বিক্রি করা হবে। ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে বালিশ, কাঁথা দেওয়া হবে না। আপাতত বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে এখন থেকে কোনও ট্রেন থামবে না।

এ সময় রেল সচিব সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

টাইমস/টিএইচ

Share this news on: