নোয়াখালীর বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি বাজারে আগুনে ৭টি দোকান পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রমজান বিবি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই রাতে দোকান বন্ধ করে বাজারের ব্যবসায়ীরা বাড়ীতে চলে যায়। রাত ১২টায় বাজারে টিটু টেইলার্স ও ইসমাইলের তুলার দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মুহুর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে পাশের ইব্রাহিম টি স্টল, আব্দুর রব সিমেন্ট, স্বপনের কাপড় দোকান, শাহাদাত ফার্মেসী, একটি লন্ড্রি দোকান ও একটি কোচিং সেন্টার সহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মাইজদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক শাহাদাত হোসেন জানান, বাজারের হোটেল, ফার্মেসি, কোচিং সেন্টার, লেপ-তোষকের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। বাজারের একটি লেপ-তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাইজদী ও চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের পাঁটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলেও তিনি জানান।

টাইমস/এসআর/ কেআরএস

Share this news on: