নিখুঁত নির্বাচন কোন দেশে হয়, প্রশ্ন কাদেরের

জাতিসংঘের মহাসচিবকে প্রশ্ন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিখুঁত নির্বাচন কোন দেশে হয়েছে? কে দাবি করতে পারবে, তার দেশের নির্বাচন একেবারে নিখুঁত?

বাংলাদেশের নির্বাচন নিখুঁত হয়নি বলে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের করা এ মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন তোলেন।

রোববার রাজধানীর সেতুভবনে সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সেতুমন্ত্রী বলেন, সংলাপ সব গণতান্ত্রিক দেশেই হয়, সংলাপ রাজনৈতিক দলের মধ্যেই কন্টিনিউ করা উচিত।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ সংলাপের কথা বলেনি। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ, প্রতিটা দলের মধ্যে গণসংলাপ হয়। এখন নির্বাচন নিয়ে সংলাপের কোনো আবশ্যকতা নেই।

ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে কিভাবে জিতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর?

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আর দলটির মহাসচিব মির্জা ফখরুল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে অপপ্রয়াস চালিয়েছেন। সেটাতে তারা ব্যর্থ হয়েছেন। এখন নির্বাচন নিয়ে তাদের বক্তব্য পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

 

টাইমস/এক্স

Share this news on: