করোনায় নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার নাম ফজলুল হক খোকন (৬৮)। শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের মাসদাইর পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার দাফন কাজে সহায়তা করে নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর মাকসুদুল আলমের স্বেচ্ছাসেবী সংগঠন। এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

ফজলুল হক খোকন সংগীত শিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ২০ দিন আগে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন। ৩০০ শয্যার করোনা হাসপাতাল থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: