পাহাড়ে রক্ত ঝরছে : বান্দরবানে সশস্ত্র হামলা, গুলিতে নিহত ৬

বান্দরবানে আবারও আঞ্চলিক সহিংসতায় রক্ত ঝরছে। আধিপাত্য বিস্তারের জেরে এবার গোলাগুলিতে প্রাণ গেছে ৬ জনের। জনসংহতি সমিতির মূল দল জেএসএস (সন্তু লারমা) এবং জেএসএস সংস্কার (এমএন লারমা) দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে তারা প্রাণ হারিয়েছেন। এসময় আহত গুলিবিদ্ধ স্কুল শিক্ষিকার মেয়েসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল ও চকরিয়া মালুমঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় গোলাগুলির ঘটনাটি ঘটে।

জানা গেছে, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা ভিতরের একটি পাহাড়ি এলাকায় চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের অস্ত্রধারীরা আশ্রয় নেয়। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মূল সংগঠন (সন্তু লারমা) গ্রুপের অস্ত্রধারীরা তাদের ওপর হামলা চালায়। এসময় দু’গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে জেএসএস সংস্কার (এমএন লারমা) গ্রুপের ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন-রতন তঞ্চঙ্গা, প্রজিত চাকমা, ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা, দিপেন ত্রিপুরা। তারা সবাই খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

এদিকে গুলিবিদ্ধ ৩ জনের মধ্যে স্কুল শিক্ষিকার কলেজ পড়ুয়া একজন মেয়েও রয়েছে। তবে তার নাম পাওয়া যায়নি। অন্য দুজন হচ্ছে জেএসএস সংস্কার গ্রুপের সদস্য খাগড়াছড়ির বাসিন্দার নিং চাকমা (৪২) ও বিদ্যুৎ ত্রিপুরা (৩৩)। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সশস্ত্র গ্রুপের দুই সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্কুল শিক্ষিকার কলেজ পড়ুয়া মেয়েকে চকরিয়া মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর হাসপাতাল এলাকায়ও নেয়া হয়েছে বাড়তি সতর্কবস্থা।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024